পাবনায় যাত্রীবাহি বাস ও ইঞ্জিন চালিত ভ্যানগাড়ির সংঘর্ষে শিপন (২২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে পাবনা – ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাসের খাদে পরে গেলে ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। নিহত ভ্যান চালক শিপন পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়াও বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ১০ যাত্রী আহত হন।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই মাধপুর হাইওয়ে পুলিশ ও সদর থানাপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
এম জি