Top

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৭৩ রোগী

১৫ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৭৩ রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১২৪ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৬৬২ জন। মারা গেছেন ৫৪৮ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এম জি

শেয়ার