শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে এ দিবসটি উদ্বোধন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজে মাঠে শহীদ মিনারে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর পাইলট মাঠে এক বিজয় মেলার আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুসফিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন, মৎস্য সম্পদ কর্মকর্তা , পরিসংখ্যান অফিসার মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামীন হোসেন সহ উপজেলার সকল কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এনজে