সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে র্যাব-১২ এর অভিযানে মোঃ মোরছালিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মুরসালিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাজিতপুর এলাকার ফরজেন আলীর ছেলে। এ সময় তার চামড়ার জুতার ভেতর লুকানো ছিল ৩৩৪ গ্রাম হেরোইন।
এছাড়া উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা। জিজ্ঞাসাবাদে মোরছালিন জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকানো মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম জি