Top

কবি নজরুল কলেজে বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
কবি নজরুল কলেজে বিজয় দিবস পালিত
কবি নজরুল কলেজ প্রতিনিধি :

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।পরবর্তীতে কলেজ মুক্তমঞ্চে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়।এছাড়া কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, উপাধ্যক্ষ মোঃ হায়দার মিঞা, কলেজের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ।

এছাড়া উপস্থিত ছিলেন- কলেজ সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও সকল কর্মচারীবৃন্দ।এসময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এসময় কবি নজরুল কলেজ সাংস্কৃতিক সংসদের সদস্যরা দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

একই সময় মহান বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব শহীদ জিহাদ স্মারক বারোয়ারি বিতর্ক, কুইজ প্রতিযোগীতা ও স্বরচিত কবিতা লিখন প্রতিযোগিতার আয়োজন করে।পরে কবি নজরুল কলেজের বিতার্কিকরা বারোয়ারি বিতর্ক করে সেখানে বিজয়ীদের সম্মাননা স্মারক তুলে দেন অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয় ও অন্যান্য শিক্ষকগণ।

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিতর্ক ক্লাবের সদস্যরা ও অত্র কলেজের সকল ছাত্র প্রতিনিধিরা।

বিএইচ

শেয়ার