প্রমত্তা দুধকুমার ভেঙ্গেছে বসতভিটা। গিলে খেয়েছে জমিজমা। করেছে বাড়ী ছাড়া। হয়েছেন নি:স্ব, রিক্ত ও অসহায়। নদের সর্বগ্রাসী ক্ষুধায় সবকিছু খুইয়ে একটু মাথা গোজার ঠাই পেতে স্বামী সন্তান নিয়ে ঘুরেছেন অন্যের দ্বারে দ্বারে। অবশেষে সে ঠাই মেলে বাবার বাড়ী এলাকা কুটি পায়রাডাঙ্গায় সম্পর্কে আত্মীয় জনৈক সহৃদয় ব্যাক্তির বাড়ীতে। বলছিলাম এক অদম্য নারী হোসনার কথা।
অস্থায়ী ঠাঁই মিললেও ক্ষুধা তখনো জ্বলে পেটের ভিতর দাউ দাউ করে। কখনো নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে, কখনো আধপেট অথবা উপোস দিন কাটে তাদের। রাত্রি কাটে ক্ষুধার জ্বালায় ছটফট করে আর অনিশ্চিত, দুর্দিন ও দুর্ভাবনার অবসান ঘটিয়ে সুদিনের আশায়। তারপর দিনের আলো ফুটলে কাজের সন্ধানে ছুটে চলা।
ঠিক সে সময় আলোক বর্তিকা হিসেবে তাদের সামনে হাজির হয় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি নামের একটি বেসরকারী সংস্থা। দিন তারিখ মনে নেই। সেদিন সকাল বেলা এ এনজিও দু:স্থ্য, অসহায় পরিবার বাছাইয়ে এলাকায় একটি উঠোন বৈঠক করে। বাছাই করা হয় হোসনার পরিবারকে। স্বামী ইসলামের সাথে বললে তিনি তাতে সম্মতি দেন। শুরু হয় স্বপ্নের পথে যাত্রা। মহিদেরের আর্থিক সহায়তায় শুরু করেন ছাগল, হাঁস, মুরগী পালন। এগুলোর আয়, স্বামীর উপার্জন মিলে ধীরে ধীরে দু:স্বপ্ন কেটে যায়। সম্ভাবনার পথে এগুতে এগুতে কিনেছেন বসতভিটা। পড়ালেখা করাচ্ছেন মেয়ে ও ছেলেকে। নিজে খেয়ে পড়ে বেঁচে থেকে সন্তানদের মানুষ করাই করাই এখন তার একমাত্র স্বপ্ন।
আলাপচারিতায় দুর্ভোগ, দুর্দশা, দু:স্বপ্ন কাটিয়ে স্বপ্নের হাটা শুরুর এ গল্প শোনান এক সময়ের হতাশাগ্রস্থ হোসনা।
তিনি জানান, যে বয়সে সহপাঠীদের সাথে খেলার কথা ঠিক সময়ে তার অনিচ্ছায় কালীগঞ্জ ইউনিয়নের সাহেবঘাট এলাকার ইসলামের সাথে বিয়ে দেয় পরিবার। অল্প বয়সে সন্তানের মা হন। তারপর দুধকুমার তাদের ভাসিয়ে দেয় দু:স্বপ্নে। মহিদেব তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এজন্য ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায়ের প্রতি অগাদ আনুগত্য তার।
ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায় জানান, আমরা সহযোগীতা করেছি মাত্র। তিনি তার ইচ্ছা, আগ্রহ, উদ্যোমে আজ সফল। পেয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সফল জননী নারী জয়িতা পুরস্কার।
মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা জানান, তার সফলতায় তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
এম জি