Top

কুড়িগ্রামে মিললো পাতি হাঁসের কালো ডিম

১৬ ডিসেম্বর, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
কুড়িগ্রামে মিললো পাতি হাঁসের কালো ডিম
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুরে দেখা মিলেছে পাতি হাঁসের কালো ডিমের। এটি দেখতে প্রতিনিয়ত ভীড় বাড়ছে কৌতুহলি মানুষের।

মাছুম মিয়া জানান, গত কয়েকদিন ধরে তাদের গৃহপালিত ৬টি পাতি হাঁস ডিম দিচ্ছে। গত ৯ ডিসেম্বর হঠাৎই খোয়ারে একটি কালো ডিমের সন্ধান মেলে। এটি নজরে আসে ছেলে সিয়ামের। সাপের ডিম ভেবে প্রথমটি ভেঙে ফেলে দেয়া হয়। এরপর প্রতিদিন একটি করে কালো ডিম পাওয়া গেলে ধারনা পাল্টে যায়। তারা নিশ্চিত হন ৬টির কোন ১টি প্রতিদিন কালো ডিম দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে কৌতুহলের সৃষ্টি হয় স্থানীয়দের মনে। ডিম দেখতে ভীড় বাড়ে প্রতিদিন।

স্থানীয় জহুরুল হক, জাহাঙ্গীর আলম, মানিকসহ অনেকেই জানান, হাঁসের কালো ডিম দেয়ার ঘটনা ব্যাতিক্রম। জীবনে প্রথমবার এর স্বাক্ষী হতে হাঁসের কালো ডিম দেখতে তারা এসেছেন। দেখে তারা বিস্মিত ও অভিভুত।

উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কোকিল চন্দ্র বিশ্বাস জানান, সাধারণত হাঁসের কালো ডিম দেয়ার ঘটনা বিরল। জিনেটিক্যাল সমস্যার কারনে এরকম হতে পারে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে খোলস কালো হলেও ডিমের পুষ্টিগুন ঠিক থাকে।

এনজে

শেয়ার