অন্তবর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
শনিবার (২১ ডিসেম্বর) এক শোক বার্তায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রাজ্ঞ এই আইনবিদের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজে একজন আদর্শবান মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যু রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, এ এফ হাসান আরিফ গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর, ২০২৪) বেলা ৩টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বিএইচ