Top
সর্বশেষ
৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: চিফ প্রসিকিউটর ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু

২৭ ডিসেম্বর, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর: এনডিটিভির।

এ বিষয়ে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেন তিনি। হাসপাতালে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা আর ফেরানো যায়নি। পরে রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের টানা দুই মেয়াদে (২০০৪ থেকে ২০১৪) প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এনজে

শেয়ার