গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও কৃষক নিহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় এবং শুক্রবার (২৭ ডিসেম্বর)) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাশিজুলি এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো-লক্ষীপুরের রায়পুর সদর উপজেলা এলাকার আমিন শরীফের ছেলে আসিফ আদনান (২০) এবং শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি গ্রামের সোলাইমান খানের ছেলে আবুল হোসেন খান (৫৫)। নিহত আসিফ আদনান রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী। তার বন্ধু ওই কলেজের অপর শিক্ষার্থী ইকবাল হাসান (২০) গুরুতর আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, আসিফ ও তার বন্ধু ইকবাল মোটরসাইকেলে গাজীপুরে ঘুরতে গিয়েছিল। ঢাকায় ফেরার পথে মহানগীর তারাগাছ এলাকায় দ্রুত গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে স্বজনেরা তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনানকে মৃত ঘোষনা করে এবং তার বন্ধু ইকবাল হাসানকে আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখে। নিহত আসিফ আদনান পরিবারের সঙ্গে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চাপায় কৃষক আবুল হোসেন খান নিহত হন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের কাওরাইদ-মাওনা সড়কের কাশিজুলি বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেল চালককে আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, কৃষক আবুল হোসেন খান মাগরিবের নামাজ শেষে ওই সড়ক দিয়ে হেঁটে কাশিজুলি বাজারে যাচ্ছিলেন। পেছন থেকে দ্রুত গতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই কৃষক আবুল হোসেনের মৃত্যু হয়। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এম জি