Top

টঙ্গীতে মুসল্লি হত্যা: সা’দ পন্থীদের বিচারের দাবিতে কাপাসিয়ায় বিক্ষোভ

২৬ ডিসেম্বর, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
টঙ্গীতে মুসল্লি হত্যা: সা’দ পন্থীদের বিচারের দাবিতে কাপাসিয়ায় বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর সা’দ পন্থিদের হামলায় নিহত ও আহতের ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ হয়েছে। প্রায় দুই হাজারেরও বেশি মুসল্লি কাপাসিয়ায় সা’দ পন্থিদের বিরুদ্ধে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় রাজেন্দ্রপু-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ায় তাজ উদ্দীন আহমদ ভাস্কর্য সামনে বিক্ষোভ কর্মসূচি করেছেন।

মুসুল্লী শামীম বহমেদ বলেন, আজকের পর থেকে সা’দ পন্থীরা কাপাসিয়ায় নামতে পারবে না। যদি তারা নামেন তাহলে ব্যবস্থা নেয়া হবে। মুসল্লীরা বলেন, আমরা সা’দ ও জুবায়ের পন্থী বুঝি না। আমাদের চার জন মুসুল্লি খুন হয়েছে। আমরা খুনের বিচার চাই।

কাপাসিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফ বলেন, কাপাসিয়া সা’দ পন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। উপজেলার কোনো মসজিদে সা’দ পন্থীদের কোনো জামাত উপজেলায় প্রবেশ করতে পারবে না। তারা কাপাসিয়ায় কোনো মসজিদে কার্যক্রম চালাতে পারবে না।

কাপাসিয়া উপজেলা কওমী পরিষদের সভপাতি মুফতি আজমল হোসেন খান বলেন, সা’দ পন্থীরা কোরআন ও সুন্নাহ পরীপন্থী। আগামী সপ্তাহে কাপাসিয়ার ভিতরে সাদ পন্থীদের আস্তানা বন্ধের দাবী জানান তিনি।

কাপাসিয়া উপজেলা কওমী পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন বলেন, এক বিপদ ভারতে গেছে, আরেক বিপদ ভারত থেকে আনতে চাচ্ছে। যারা সা’দ পন্থী তারা ভুল পথে আছেন। তাদেরকে সঠিক পথে আাসার দাবি জানান তিনি।

বিক্ষোভকালে তারা সা’দ পন্থিদের উগ্রবাদী হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। বর্বরোচিত হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, মানুষের মধ্যে মতের অমিল, ভিন্নমত, সংগ্রাম ও বিরোধিতা থাকতে পারে। কিন্তু, মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায় না। ঘুমন্ত মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের বিচার চাই। তাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

মুফতি আব্দুল গাফ্ফার বলেন, আমাদের দাবী না মানলে, আমরা যদি মারা যাই তাহলে প্রশাসনের জবাব দিতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাব না।

কাপাসিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কাপাসিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মমিনুল হক, কাপাসিয়া উপজেলা কওমী পরিষদের সভপাতি আজমল হোসেন খান, সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন, উপজেলার খেলাফত ষুব মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদের কোষাধ্যাক্ষ মাওলানা মজিবুর রহমান, কাপাসিয়া উপজেলা তাবলীগ জামাতের সূরার সাথী ড. আব্দুলল মান্নান, মাওলানা আব্দুছ ছাত্তার, মাওলানা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভকারীরা কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএিনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএিনও) তামান্না তাসনিম বলেন, স্মারক লিপি পেয়েছি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি ফরোওয়ার্ড করেছি।

এম জি

শেয়ার