আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী, জন দুশমন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যে দলের প্রধান প্রতিবেশী রাষ্ট্রকে নিজ দেশে অ্যাটাক করতে অনুরোধ করে, তারা কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করতে পারে না। তারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী।
তিনি আরও বলেন, যে দলের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারেনি এবং পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে দেশের জনগণকে তাদের প্রজা মনে করেছিলো।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মতিঝিল থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কেউ কেউ বলছেন, সবার রাজনীতি করার অধিকার আছে। যারা মানুষের রক্ত ও জীবন নিয়ে হোলি খেলেছে, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আগে গণহত্যার বিচার হতে হবে। তারপর এদেশের জনগণ সিদ্ধান্ত দিবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার রাজনীতি করার অধিকার নাই বা থাকবে না। প্রেস কনফারেন্স করে যারা মানবতাবিরোধী অপরাধ করা দলের পক্ষে দালালি করে এরাই গত ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর। এরা নিজ দলের জন্য যেমন ক্ষতিকর আবর্জনা তেমনি দেশ ও জাতির জন্যও এরা ক্ষতিকর আবর্জনা। এদেরকে বয়কট করা প্রথম কাজ দলের।
এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের ভিতরে, বাহিরে, রাজনৈতিক দলের ছত্রছায়ায় ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।নয়তো বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে।
মতিঝিল উত্তর থানা আমীর এস. এম শামসুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
মতিঝিল টিএন্ডটি কলোনী মাঠে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মো. কামাল হোসাইন ও মো. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য সৈয়দ সিরাজুল হক। এছাড়াও বক্তব্য রাখেন – শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নূর উদ্দিন, মতিঝিল থানা শাখা শিবির সভাপতি নাজমুল হাসান, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর সরোয়ার হোসেন প্রমুখ।
এম জি