কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নে আস্কর নগর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন- মোঃ এনামুল হক (৩৬) ও মোঃ আব্দুস সালাম (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুই ব্যক্তি পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
নাগেশ্বরী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান রহমান জানান‚ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিএইচ