Top
সর্বশেষ

নিজের বাল্যবিয়ে ভেঙ্গে ফের পড়ালেখায় সান্তনা

১৮ ডিসেম্বর, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
নিজের বাল্যবিয়ে ভেঙ্গে ফের পড়ালেখায় সান্তনা
কুড়িগ্রাম প্রতিনিধি :

নাগেশ্বরীতে নিজের বাল্যবিয়ে ভেঙ্গে ফের পড়ালেখায় নিয়মিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে হতদরিদ্র পরিবারের শারমিন আক্তার সান্তনা। শিক্ষা সমাপ্ত করে নিজের যোগ্যতায় সে হতে চায় পুলিশ অফিসার।

মহামারী করোনার পর যখন পুরো পৃথিবী বিধ্বস্ত ঠিক সে সময় ইংরেজি বছর ২০২২ এ পৌরসভার হাজীপাড়ার শামছুলের মেয়ে সান্তনার জীবনেও নেমে আসে দুর্যোগ। তার অনিচ্ছায়, অজ্ঞাতে পরিবার বাল্যবিয়ে দেয়। কাবিননামায় তার স্বাক্ষরটিও দিয়ে দেয় অন্য কেউ। কিছুদিন তা গোপন রেখে তাকে শশুরবাড়ীতে পাঠানোর চাপ দেয় পরিবার। এতে সে অসম্মতি, অপরাগতা জানায়। বাধ্য হয়েই বিয়ে ভেঙ্গে দেয় পরিবার। এরপর তাকে সইতে হয় অপমান, বঞ্চনা, লাঞ্চনা। বন্ধ হয়ে যায় পড়ালেখা। অনেকটা গৃহবন্দী হয়ে তাকে জীবন কাটাতে হয়। ঠিক এ সময় তার অন্ধকার  ও হতাশাগ্রস্থ জীবনে আলোর সন্ধান দেয় মহিদেব যুব সমাজ কল্যান সমিতি। ঐ বছরে কোন একদিন হতদরিদ্র পরিবার বাছাইয়ে তাদের গ্রামে একটি উঠোন বৈঠক দেয় বেসরকারী ঐ এনজিও। এ তালিকায় তারা অন্তর্ভুক্ত করে শামছুলের পরিবারকে। সান্তনার বিপ্লবী, দৃঢচেতা, সংগ্রামী মানসিকতা তাদের মুগ্ধ করে। পরিবারের সাথে কথা বলে তাদের উদ্যোগে তারা সান্তনাকে হস্তশিল্পের একটি প্রশিক্ষনে পাঠায়। সেখানে প্রশিক্ষন নিয়ে সান্তনা এখন স্বাবলম্বী।

সান্তনা জানায়, হস্তশিল্পে এখন তার মাসিক উপার্জন ৫-৬ হাজার টাকা। যা দিয়ে পড়ালেখার খরচ চালায়, পরিবারকেও সহায়তা করে। শিক্ষা সমাপ্ত করে সে বড় পুলিশ অফিসার হতে চায়।

নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত তার বাবা শামছুল হক। এখন তিনিও তার মেয়ের সাফল্য দেখতে চান।

এনজে

শেয়ার