Top

পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার

২৬ ডিসেম্বর, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ
পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে বুধবার রাতে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

এ বিষয়ে ওসি বলেন, সার্ভার জটিলতার কারণে মামলার বিষয়টি নিরূপণ করা যায়নি। তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য নিশ্চিত করেছেন ওসি।

এনজে

শেয়ার