Top
সর্বশেষ

ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

২৬ ডিসেম্বর, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছে ঢাকা কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ বৃহস্পতিবার ঢাকা কলেজ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাহিয়ান রেহমান রাহাত ও সাধারণ সম্পাদক মশিউর রহমান এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতার শহীদী আত্মদানের মধ্য দিয়ে তৈরি হয়েছে বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ এবং সন্ত্রাস- দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষা। কিন্তু কিছু ঘটনায় এ আকাঙ্ক্ষা, আশঙ্কায় পরিণত হচ্ছে। আমরা দেখেছি, গত ২৪ ডিসেম্বর ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঐ সংগঠনেরই কিছু নেতা-কর্মী ক্যাম্পাস এলাকায় রাস্তা অবরোধ, টায়ারে আগুন দেওয়া ও কয়েক দফায় ককটেল বিস্ফোরণ করে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়; যা শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করে।

তারা আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি। তারা শুধু বিরোধী ছাত্র সংগঠনগুলোর ওপরই হামলা পরিচালনা করেনি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও নিজ সংগঠনের এক অংশ অপর অংশের ওপর হামলা পরিচালনা করেছে। এমনকি হত্যার ঘটনা পর্যন্ত ঘটিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি চাই না।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হাত্রলীগের জায়গায় নতুন কোন সন্ত্রাসী শক্তি যেন জায়গা করতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তৎপর থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান, এ ধরনের অরাজক পরিস্থিতি যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিন।

বিএইচ

শেয়ার