মধ্য রাতে শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্য রাতে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের বাড়াইপুর গ্রামসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও বাড়িতে-বাড়িতে গিয়ে দরিদ্র শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
বাড়াইপুর গ্রামের ৬৫ বছরের বৃদ্ধা নুর বানু বলেন, গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে। ঘরে গরম কাপড় ছিলো না। এই ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে আমাগো ইউএনও ম্যাডাম গ্রামে কম্বল দিব শুইনা গেছি আর আমারে কম্বল দিছে। কম্বলডা পাইয়া আমার খুব উপকার হইছে।
সামছু নামের আরেক বৃদ্ধা বলেন, শীতবস্ত্র না থাকায় শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার নিজে গ্রামে এসে নতুন শীতের কম্বল দিয়েছে। এতে আমি অনেক খুশি।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, এটি আমাদের রুটিন মাফিক কাজেরই অংশ। সমাজের গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এই উপজেলায় সরকারিভাবে আশা কিছু কম্বল আমি আমার শীতার্ত মানুষদের মাঝে আমি স্বয়ং নিজে উপস্থিত হয়ে পৌছে দিচ্ছি। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের মাধ্যমেও পৌঁছে দিয়েছি।
এনজে