বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরান ঢাকার অন্যতম সুপার ইউনিট কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে কলেজ গেইটে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত একাংশ নেতাকর্মীরা।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, অছাত্র, অনিয়মিতদের নিয়ে ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। এটি একটি পকেট কমিটি হয়েছে। এই কমিটি ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক চেতনার পরিপন্থী। দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকলেও তারা কমিটিতে স্থান পাননি। অভিযোগ উঠেছে, সদ্য গঠিত কমিটিতে অনভিজ্ঞ ও অপরিচিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে এই কমিটি পুনর্গঠন করতে হবে।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় নবগঠিত কমিটির আহবায়ক ইরফান আহমেদ ফাহিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নির্যাতিত, পরিশ্রমী, ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে পোস্ট করেন। তার পোস্ট হুবহু তুলে ধরা হলো -কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যেসকল নির্যাতিত, পরিশ্রমী সহযোদ্ধা আংশিক কমিটিতে আসতে পারেন নাই আমরা আপনাদের প্রত্যেককে আপনাদের প্রাপ্য পরিচয় দিবো খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এই বিষয়ে গতকাল রাত থেকে অলরেডি আমরা কাজ শুরু করেছি। একইসাথে প্রতিটা ডিপার্টমেন্ট কমিটিতে জুনিয়রদের আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ এবং ছাত্রাবাসের কমিটিতেও আমরা যোগ্যদের মূল্যায়ন করবো। ইতিমধ্যে প্রত্যেকটা সহযোদ্ধাকে মূল্যায়ন করার জন্য আমরা সকলের সাথে কথা বলতেছি। আমাদের সাবেক নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আমরা দ্রুত সকলের পরিচয় বুঝিয়ে দিবো। আমি সকলের সহযোগিতা চাই। কবি নজরুল ক্যাম্পাসে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, এটাই এখানে আমার সর্বোচ্চ প্রাপ্তি। আমি এখানে সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই এবং শক্তিশালী সংগঠন তৈরি করতে চাই। অবশ্যই শ্রম, ত্যাগ, সেশন দেখেই মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ।
তার পোস্টে শতাধিকের বেশি মন্তব্য করা হয়। আফজাল হোসেল লিখেন, আপনার বিচার করার অসাধারণ গুণ রয়েছে ,আশা করি আপনি সবাই কে সবার ন্যায্য স্থান দিবেন, কাউকে নিরাশ করবেন না , তাই আমাদের সবার আপনার উপর পূর্ণ আস্থা আছে।
মো: ওমর ফারুক লিখেন, আপনার যথেষ্ট রাজনীতিক জ্ঞানের গভীরতা আছে যারা দলের জন্য শ্রম দিয়েছে তাদের মূল্যায়ন করলে আরও ভালো হবে।
এছাড়া নুর হোসেন নামে একজন লিখেন, রাজপথে পরিশ্রম করে সাংগঠনিক যোগ্যতায় আপনি নেতৃত্বে এসেছেন। আপনার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি জিয়ার আদর্শের সৈনিক। কবি নজরুল কলেজ ছাত্রদল আপনার নেতৃত্বে ঢাকার মধ্যে বৃহৎ শক্তিশালী সংগঠন হোক সেই প্রত্যাশা করি। যার যার পরিশ্রমের প্রতিদান হিসেবে কমিটিতে রাখেন এই প্রত্যাশা করি। আমাদের এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।
উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬ সদস্য বিশিষ্ট ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
বিএইচ