Top

বৈষম্য দূর না হলে আবার ফ্যাসিস্টের জন্ম হবে: অধ্যক্ষ ইলিয়াস

২৬ ডিসেম্বর, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
বৈষম্য দূর না হলে আবার ফ্যাসিস্টের জন্ম হবে: অধ্যক্ষ ইলিয়াস
ঢাকা কলেজ প্রতিনিধি :

বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার কাঠামোর বাইরে নেওয়ার সংষ্কার কমিশনের প্রস্তাবের বিরোধীতা করে ঢাকা কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে শিক্ষকদের অংশগ্রহণে ঢাকা কলেজের মূল ফটোকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমি শুধু এতটুকুই বলবো, যে বৈষম্যের জন্য আজকের গণঅভ্যুত্থান হলো সেই বৈষম্য রেখে দিয়ে সমাজে, রাষ্ট্রে কোন পর্যায়েই কল্যাণ হতে পারে না। সুতরাং আমরা চাই মন্ত্রণালয় ও পেশা ভিত্তিক সকল বৈষম্য দূর হোক। যেটা দিয়ে সমাজ এবং রাষ্ট্রে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। অন্যথায় আবার ফ্যাসিবাদের জন্ম হবে এবং এই বৈষম্য পুনরাবৃত্তি হবে। অতএব বৈষম্যহীন সমাজ গঠনের জন্য এই ক্যাডার ভিত্তিক বৈষম্য নিরসন হওয়া খুবই জরুরি।

এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.দিলুর রহমান বলেন, আপনারা জানেন প্রত্যেকটা দেশেই অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশগুলোতে যেমন ভারত, পাকিস্তান, সব জায়গায় সিভিল সার্ভিস রয়েছে এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬ টি ক্যাডার রয়েছে। এর মধ্যে শিক্ষা ক্যাডার অন্যতম এই বৈষম্যকে আরো দীর্ঘায়িত করার জন্য এই ধরনের একটা অপচেষ্টা চলছে। এ কারণেই আজকে আমাদের এই অবস্থান। এই শিক্ষা ক্যাডার কখনোই ক্যাডার বহিভূত হওয়ার পক্ষে আমরা নই। ক্যাডারের মধ্য থেকে মর্যাদা রক্ষা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব।

এম জি

শেয়ার