Top
সর্বশেষ
নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: চিফ প্রসিকিউটর ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা কলেজ গ্রীন ভয়েস শাখার উদ্যোগে ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

২৭ ডিসেম্বর, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
ঢাকা কলেজ গ্রীন ভয়েস শাখার উদ্যোগে ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাকা কলেজের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর উদ্যোগে ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

সংগঠনটির ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমলা হোসেনের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের অন্যতম সদস্য খায়রুল ইসলাম খোকন এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের ছাত্র উপদেষ্টা আব্দুল আওয়াল রবি, সাংগঠনিক সম্পাদক বায়জিদ মিয়া। কলেজটির বকুল চত্বর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সংগঠনটির প্রায় অর্ধ শতাধিক সদস্য।

পরে ক্যাম্পাসের দ্বিতীয় খেলার মাঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই তারা।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় খায়রুল ইসলাম খোকন বলেন, মানুষ মূলত সামাজিক এবং রাজনৈতিক জীব। অতএব সামাজিক কাজে আমাদের জড়িত থাকা এবং সার্বিক সাহায্য সহযোগিতা করা উচিত। এরই পরিপ্রেক্ষিতে একটি পরিবেশবান্ধব এবং সামাজিক কাজ হিসেবে আমরা আজকে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছি। গ্রীন ভয়েসের পরবর্তী কার্যক্রমে আমি সর্বাত্মকভাবে সংযুক্ত থাকবো এবং সর্বোপরি গ্রীন ভয়েসের সর্বাত্মক মঙ্গল কামনা করছি।

সংগঠনটির ছাত্র উপদেষ্টা আব্দুল আওয়াল রবি বলেন, যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে। দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে গ্রীন ভয়েসের কার্যক্রম বন্ধ ছিল কিন্তু আমি ২০১৮ সালে এই কার্যক্রমকে আবার শুরু করি। আমি আশাবাদী অতীতের ন্যায় গ্রীন ভয়েস মানবিক কার্যক্রম এবং সামাজিক কার্যক্রমে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। গ্রীন ভয়েস একটি অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব।

সংগঠনটির ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমলাক হোসেন বলেন, আজকে আমরা সবাইকে নিয়ে সুন্দর এবং সুশৃংখলভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন করেছি। সবুজায়নের ব্যাপারে গ্রীন ভয়েস সব সময় কাজ করে যেমন, মাটি দূষণ, বায়ু দূষণ এবং শব্দ দূষণের ব্যাপারে সব সময় সচেতন থাকে। এছাড়াও আমরা ঢাকা কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম ইতিপূর্বে করেছি। গ্রীন ভয়েস বরাবরের মতোই সামনের দিকে এগিয়ে যাক এই আশাই ব্যক্ত করছি।

এম জি

শেয়ার