Top
সর্বশেষ

পাবনায় বাঁশ ঝাড়ে তরুণী খুনের প্রধান আসামি গ্রেফতার

২৯ ডিসেম্বর, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
পাবনায় বাঁশ ঝাড়ে তরুণী খুনের প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের বাঁশঝাড় থেকে গত ২৪ ডিসেম্বর দুপুরে তমা খাতুন (২০) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলার প্রধান আসামী মোঃ আদম আলীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২:৫০ মিনিটে টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ আদম আলীকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা এবং র‍্যাব-১৪ টাঙ্গাইল র‍্যাবের একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতারকৃত আদম আলী (৫৫) আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তবে কেন, কিভাবে, কি কারণে এই হত্যার ঘটনা ঘটে এ বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

এম জি

শেয়ার