রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক ডাঃ শাকিরা তাসনিমকে পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা সদরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার করা হয়েছে।
গত ৩০ডিসেম্বর ভোরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডাঃ শাকিরা ও তার পিতা আবু তাহের মোঃ খুরশীদ’কে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহতঅবস্থায় গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত চিকিৎসক শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র্যাব-৫, সিপিএসসি রাজশাহী র্যাবের একটি যৌথদল আভিযানে নামে।
গতকাল ৩১ ডিসেম্বর সন্ধ্যা রাতে পাবনা জেলার সদরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার করা হয়েছে। এসময় মামলার এজাহার নামীয় প্রধান আসামি তানজিম খান তাজ নিরব (৩০),অপহরণের সহযোগী মোঃ সেলিম মল্লিক (৩৫), মোঃ সজিব হোসেন (২৩), অপহরনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোঃ আশরাফুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপহরণের কাজ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
১ জানুয়ারী (বুধবার) দুপুরে চাঞ্চল্যকর নারী চিকিৎসক অপহরণের উদ্ধার অভিযান নিয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন, পাবনা র্যাব-১২ এর কম্পানি কমান্ডার মোহম্মদ ইলিয়াস খান।
এম জি