Top

চাঁদপুর মডেল থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত

২৯ ডিসেম্বর, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
চাঁদপুর মডেল থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর মডেল থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় থানায় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে ও উপ পরিদর্শক হামিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী বলেন,আপনাদের সহায়তা নিয়ে পুলিশ কাজ করে থাকে। আমাদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। ৫ আগস্টের পর থেকে সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে ইতিমধ্যে জণগণ এই পরিবর্তনের সুফল পেতে শুরু করেছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা,পুলিশ আহত, নিহত হয়েছে। কিন্তু চাঁদপুরে কিছু হয়নি। পুরান বাজার ফাঁড়ি নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আপনারা পাহারা দিয়েছেন বলে কোনো ক্ষতি সাধন হয়নি। আমরা আপনাদের নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে শহরকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করবো। সন্ধ্যার পর আপনার সন্তানকে ঘরের বাইরে থাকতে দিবেন না। মাদকের বিরুদ্ধ আপনারা আমাকে সরাসরি জানাবেন, আমি কথা দিচ্ছি আপনার পরিচয় গোপন রেখে আমি নিজে অভিযান করবো। আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে তার খোজ অবশ্যই রাখতে হবে। কিশোর গ্যাং দমনে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া।

তিনি বলেন, ন়ভেম্বর মাসে কিশোর গ্যাং এর মামলা হয়েছে ৩ টি, মাদক মামলা হয়েছে ১৮ টি। আটক করা হয়েছে ২৫ জনকে। উদ্ধার করা হয়েছে ৩০০ পিচ ইয়াবা ও কিছু পরিমান গাঁজা । ডিসেম্বর মাদক মামলা হয়েছে ১৩ টি। উদ্ধার করা হয়েছে ৪২৫ পিচ ইয়াবা। কিশোর গ্যাং বিষয়ে মামলা হয়েছে ২টি এছাড়া

এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা তাতীদলের সহ সভাপতি মজিবুর রহমান লিটন, মজিবুর রহমান সুমন মস্তান, শাহ মোঃ জাহাঙ্গির আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ককামরুল ইসলাম সোহেল গাজী, সাংবাদিক সেলিম রেজা, সাহাদাত হোসেন খান, নুরুজ্জামান কালু , ৪ নং ওয়াড জামায়াত ইসলামের সভাপতি আব্দুল সাত্তার মিয়াজি, যুবদল নেতা দ্বীন মোঃ জিল্লু, জামায়াত নেতা মুকবুর ইসলাম মাস্টার।

বিএইচ

শেয়ার