Top

কৃষকদলের উদ্যোগে বিনামূল্যে শাকসবজি বিতরণ

০৩ জানুয়ারি, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
কৃষকদলের উদ্যোগে বিনামূল্যে শাকসবজি বিতরণ
মতলব উত্তর, চাঁদপুর প্রতিনিধি  :

চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদলের উদ্যোগে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩রা জানুয়ারি সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে বাংলা বাজার মোড়ে এ শাকসবজি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন – কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সাগর।

বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইন্জি.শাহজাদা সরকারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন -উপজেলা কৃষক দলের  সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু,শ্রমিকদলের সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা শাহীন খান, ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।

পরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হয়েছে।

এনজে

শেয়ার