Top

কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক

০৫ জানুয়ারি, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে অষ্টজঙ্গল নামক এলাকা তাদেরকে আটক করে।

আটক ভারতীয় নাগরিকরা হলেন, ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)। শনিবার (৪ জানুয়ারি) রাতে তারা বাংলাদেশে প্রবেশ করে।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় থানায় সোপর্দ করা হয়েছে।

এনজে

শেয়ার