ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় যাওয়া ৬ বেসরকারি ব্যাংকে ‘ফরেনসিক অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স। সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে দেশের বেসরকারি খাতের ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
প্রথম ধাপে শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অডিট শুরু হবে। সেজন্য শনিবার ব্যাংকটির পরিচালক পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার অবর্তমানে এমডির চলতি দায়িত্ব (সিসি) পালন করবেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
আর টাস্কফোর্সের পরামর্শে অন্য পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন হয়। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
একটি নির্দিষ্ট সময়ে হওয়া সব ধরনের লেনদেন যাচাই-পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছি কি না- তা দেখতে এই ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাক্সফোর্স। সেই সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকও।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের এমডিরা যাতে নিরীক্ষায় কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য তাদেরকে বাধ্যতামূলক সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম না পেলে তারা ছুটি শেষে যোগদান করে দায়িত্ব পালন করতে পারবেন। আর কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে।
জানা গেছে, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে। তবে অডিটে কারও অনিয়ম পাওয়া না গেলে তারা আবারও স্বপদে ফিরতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকে ৬টি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ছয়টি ব্যাংকে আন্তর্জাতিক অডিটর নিয়োগ করা হচ্ছে। তারা যাতে স্বাধীনভাবে অডিট কার্য পরিচালনা করতে পারে সে লক্ষ্যে অনিয়মের ঘটনার সময় যারা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা এটি কার্যকর করেছি অন্যদেওর অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে।
বিএবির ভাইস চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করার জন্য এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও দায় প্রমাণিত না হলে তিনি আবার ফিরতে পারবেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনিয়মে জর্জরিত আর্থিক খাতের সংস্কারে শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি ব্যাংক খাত সংস্কারে টাক্সফোর্স গঠন করা হয়। ব্যাংক খাতের সমস্যা সমাধানে কারিগরি ও অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বব্যাংকও ফরেনসিক অডিট করতে সহযোগিতা করার কথা বলে। এরপরই সবচেয়ে বেশি সংকটে থাকা ছয়টি ব্যাংকে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়।
এম জি