Top
সর্বশেষ

নবীনগরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর প্রশিক্ষণ

০৬ জানুয়ারি, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
নবীনগরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর প্রশিক্ষণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’, এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা ও শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ।

প্রশিক্ষণে ৮৭ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন সুস্থ শিশু দেশের সম্পদ। গর্ভবতী মায়েদের যত্ন নিলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। গর্ভকালীন মায়েদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।

এম জি

শেয়ার