ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর পূর্বহাটি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খামারিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন ও অর্থের চেক প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খামারি মোঃ বেদন মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ সাড়ে ৭ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
জানা যায়, গত ৯ ডিসেম্বর রাতে কৃষ্ণনগরে ইউনিয়নের ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৬টি গরু মারা যায় এবং ২ টি আহত গরুকে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার তত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার মাধ্যমে মর্মান্তিক খবরটি পাওয়ার সাথে সাথে খামারি মোঃ বেদন মিয়াকে উপজেলা প্রশাসন বরাবর সাহায্যের আবেদন করতে অনুরোধ করা হয়। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন বেদন মিয়া। উপজেলা প্রশাসন, নবীনগর হতে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত খামারির জন্য আনা হয় জিআর ক্যাশ ও ঢেউটিন।
এনজে