Top
সর্বশেষ

আলেমদের সংবর্ধনা দিল যুব উলামা পরিষদ বিজয়নগর

০৬ জানুয়ারি, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
আলেমদের সংবর্ধনা দিল যুব উলামা পরিষদ বিজয়নগর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫ জন নবীন আলেম কে যুব উলামা পরিষদ বিজয়নগরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন থেকে অত্র পরিষদের ৫৫ জন সদস্য, যারা এ বছর বাংলাদেশের সুনাম ধন্য বিভিন্ন মাদ্রাসা থেকে কৃতিত্ত্বের সাথে দাওরা হাদিস মাস্টার্স সমাপন করেন তাদেরকে এ সংবর্ধনা দেয়।

মুফতি রাহমতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মুফতি রঈস উদ্দিন আমিনীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মুফতী মোবারক উল্লাহ্ দাঃবাঃ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ ইয়াকুব আলী কাসেমী, ছাত্র রাজনীতির প্রবাদ পুরুষ, যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত আমির, হাফেজ মাওলানা জুনায়েদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন, মুফতি আমিনুল ইসলাম হাসেমী, মাওঃ সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম, মাওঃ নুরে মুস্তফা, মাওঃ আঃ মুমিন ফুয়াদ মাওঃ মাহমুদ হাসান, মাওঃ কাজী জিয়াউর রহমান, মুফতী বুরহান সিরাজী, মাওঃ কাজী সাইফুল ইসলাম, মুফতি সলিমুল্লাহ সাঈদী, মুফতী ফরিদ মাহমুদ, মুফতি হারুনুর রশিদ মিসবাহ, মাওঃ আরমান হোসাইন, মাওঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তাগণ বলেন, ইসলাম এসেছে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আল্লাহ তা’লার পক্ষ হতে দ্বীন বিজয়ের আহবান এভাবেই এসেছে যে, দ্বীনকে অপরাপর সকল মতবাদের উপর বিজয়ী করে দাও। তারা আরো বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরও পরিবর্তন করতে হবে। একমাত্র আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে। ঘুণে ধরা এ সমাজকে কল্যাণকর সমাজে পরিবর্তন করার জন্য আলেমদের বিকল্প নেই। দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে।

যুব উলামা পরিষদ বিজয়নগরের প্রচার বিভাগের সমন্বয়ক মাওঃ শিবলী নোমান রাসেল জানান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া, দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া, জামিয়া ইসলামিয়া তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাহ্মণবাড়িয়া, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা, দারুল উলুম দিলু রোড ঢাকা,জামিয়া শরিফিয়া লালবাগ ঢাকা, মাজহারুল উলুম দেবগ্রাম আখাউড়া, দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জ, দারুল কুরআন উচালিয়াপাড়া সরাইলসহ বিভিন্ন মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস (মাষ্টার্স) সম্পন্ন করায় যুব উলামা পরিষদ বিজয়নগর এর পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

এম জি

শেয়ার