Top

নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা

০২ জানুয়ারি, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি.এম. আরিফ সারোয়ার (বাতেন) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাতে পৌরভবনের নবনির্মিত উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আমি অল্প কয়েকদিন হয় নবীনগরে আমার কর্মজীবন শুরু হয়েছে। পৌরসভা সম্পর্কে আমাকে একটা নেগেটিভ ধারণা দেওয়া হয়েছিল কিন্তু পৌরসভায় কাজ করতে গিয়ে সেই ধারণার কোন কিছুই পেলাম না।যাকে বিদায় দিতে যাচ্ছি যিনি এ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি,এম, আরিফ সারোয়ার তাকে এ নামে অধিকাংশ মানুষ চিনে না তাকে তার ডাক নাম ‘বাতেন ভাই’ নামেই নবীনগরে সর্বাধিক পরিচিত। এতেই বুঝা যায় তিনি নবীনগরের মানুষের কত ভালবাসা পেয়েছেন। আমার এই অল্প সময়ে তার সাথে আন্তরিকতায় একটা টিম ওয়ার্কের মতন কাজ করতে পেরেছি, যখন যেটা বলেছি সাথে সাথে কাজের আপগ্রেড পেয়েছি, পরামর্শ পেয়েছি, এক কথায় উনি একজন কাজপাগল মানুষ এবং একজন দক্ষ অফিসার। তার চলে যাওয়াটা নবীনগর পৌরসভার জন্য ক্ষতিকর হয়েছে বৈকি। বাস্তবিক প্রেক্ষাপটে এ পদে একজন দক্ষ অফিসার পাওয়টা কষ্টকর, চেষ্টা করব এ পদটি যেন শূন্য না থাকে।

তিনি বলেন, নবীনগরকে একটি পরিচ্ছন্ন আধুনিক শহর হিসেবে গড়ে তোলার যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলো অব্যাহত থাকবে।আপনাদের পৌরবাসীর পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। এ পৌরসভার অন্তর্ভুক্ত যে সকল বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ‘করের’ আওতার বাহিরে রয়েছেন তাদের করের আওতায় আনা এবং বিধি মোতাবেক কর ব্যবস্থাপনা পূর্ণ নির্ধারণের আগামী অর্থ বছর থেকে কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,থানার অফিসার ইনর্চাজ আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোকবুল হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাবেক কাউন্সিলর মোঃ আবু তাহের,সাবেক কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর আবু সাঈদ।

পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এম জি

শেয়ার