ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৪ সালের ২৭ আগষ্ট স্মারকের পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার এই কমিটির অনুমোদন হয়।
পদাধিকার বলে এই কমিটির আহবায়ক হলেন-চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি (খেলোয়াড়, কোচ ও রেফারি) জাহাঙ্গীর গাজী ও আহমেদ হাসান আল জায়েদ।
স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যাক্তি নুরুল আমিন খান (আকাশ)। ক্রীড়া সম্পৃক্ত ও সংগঠক ছাত্র প্রতিনিধি মারজুক মুঈদ। ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক আশা করেন এই কমিটি গঠনের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন আসবে। জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে এই কমিটি।
বিএইচ