চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সঞ্চালনায় মতলব উত্তরের কর্মরত জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন বক্তব্য দেন।
এ সময় ইউএনও এবং সাংবাদিকগন স্ব স্ব অবস্থান থেকে বক্তব্যের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃংখলা বজায় রেখে কাজ করার আহবান জানান এবং সকল উন্নয়ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।
এম জি