Top
সর্বশেষ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু বুধবার বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ইসরায়েলে কাজ করতে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক

নবীনগরে হোপের উদ্যোগে পিঠা উৎসব পালিত

২৯ ডিসেম্বর, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
নবীনগরে হোপের উদ্যোগে পিঠা উৎসব পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে শনিবার (২৯ ডিসেম্বর) রাতে পৌরসভার আলীয়াবাদ হোপ প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসব। আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামীণ বিভিন্ন পিঠার স্বাদ আর ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনে।

উৎসবে হোপ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য, অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পু, এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এসএম শাহীন,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কল্লোল, জাগরণী চক্রের জোনাল ম্যানেজার নুরে আলম, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূঁইয়া, ইশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তাপসী রায়, কার্যনির্বাহী পর্ষদের সদস্য প্রভাষক মোহাম্মদ মুক্তাদির, জৈষ্ঠ্য প্রভাষক শিউলি পারভীন, সহকারী শিক্ষক আমেনা খাতুন, কক্সবাজার জেলা হর্টিকালচার উপ-পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দিন সুমন, অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক ও সার্বজনীন গ্রুপের চেয়ারপার্সন মোহাম্মদ হোসেন শান্তি, বিএনপি নেতা গোলাম মোহাম্মদ শিবলী, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী, স্বেচ্ছাসেবক দলের বায়েজিদ ইসলাম বাবু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন, হোপের উপ-নির্বাহী পরিচালক নিয়াজ উদ্দিন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হোপ সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রায় ৪ শতাধিক লোক।

এম জি

শেয়ার