Top
সর্বশেষ
তরুণ প্রজন্মের ত্যাগকে বৃথা হতে দেওয়া যাবে না: উপদেষ্টা সাখাওয়াত ৫২-৫৩ বছরেও ভালোবাসাময় দেশ গড়তে না পারা ব্যর্থতা: মির্জা ফখরুল বাংলাদেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না: জামায়াত আমীর ইসরায়েলের বিমান হামলায় ফের গাজায় নিহত ৭১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত নাইমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২ ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয়

আ.লীগের বিচারের আগে দেশে নির্বাচন হবে না: উমামা ফাতেমা

৩১ ডিসেম্বর, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
আ.লীগের বিচারের আগে দেশে নির্বাচন হবে না: উমামা ফাতেমা

আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

তিনি বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এই মুখপাত্র আরও বলেন, জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ’৯০ এর মতো, ‘৭১ এর মতো ‘২৪ কে ব্যর্থ হতে দিবো না।

এর আগে, বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রের ঢল নেমেছে। ঢাকার বাইরে থেকে আসা বিপ্লবীরা সকাল থেকে শহীদ মিনারে ও আশপাশে অবস্থান করতে দেখা গেছে।

কর্মসূচিতে অভ্যুত্থানে অংশ নেওয়া আহতরাও এসেছেন। এর আগে, অভ্যুত্থান পরবর্তী জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণার প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার সিদ্ধান্ত আসায় আগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সংগঠনটি।

এম জি

শেয়ার