Top
সর্বশেষ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয়

০১ জানুয়ারি, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয়
অর্থনৈতিক প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের স্পর্শকারত বিভাগ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) এর পরিচালক মুন্সি মুহাম্মদ ওয়াকিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০০ ঋণ খেলাপি এমপি প্রার্থীকে সিআইবি ছাড়পত্র দেয়ার অভিযোগ নির্বাচন কমিশনসহ প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ উপদেষ্টার কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে মুন্সি মুহাম্মদ ওয়াকিদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালের ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছিল আওয়ামী লীগ। ওই চার দিনে ৩ হাজার ৩৬২ জন নৌকার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু আইন অনুযায়ী কোনো ঋণ খেলাপি ব্যাক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তাই প্রতি নির্বাচনের আগেই সিআইবি ছাড়পত্রের জন্য দৌড়ঝাপ করতে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিদের। ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে মুন্সি মুহাম্মদ ওয়াকিদের বিরুদ্ধে সিআইবি রিপোর্ট জালিয়াতির অভিযোগ এসেছে। জালিয়াতির মাধ্যমে তিনি ৬০০ জনকে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেন।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সিআইবিতে ঋণের তথ্য হালনাগাদের নিয়মে পরিবর্তন আনার নির্দেশ দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। মুন্সি মুহাম্মদ ওয়াকিদের বুদ্ধিতে গভর্নরের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের ঋণের তথ্য সরাসরি সিআইবি-র ড্যাশবোর্ডে আপলোড করার ক্ষমতা পায়। তবে সবশেষ অনুমোদন রাখা হয় সিআইবির হাতে। সেই সুযোগে সরকারের মদদপুষ্ট অনেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ দিয়ে সিআইবি রিপোর্টে পরিবর্তন করেছেন। আর তাদের খেলাপি ঋণকে নিয়মিত দেখাতে শেষ চাপ দিয়েছেন মুন্সি ওয়াকিদ।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। গভর্নর আব্দুর রউফ তালুকদারও পদ ছেড়ে এখনও পলাতক রয়েছেন। অথচ সিআইবিতে গত ২৩ বছর স্বপদে বহাল রয়েছেন আওয়ামী লীগপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত মুন্সী মুহাম্মদ ওয়াকিদ। বিতর্কিত এ কমকর্তাকে একটি গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘ সময় ধরে দায়িত্ব প্রদান এবং বর্তমানেও স্বপদে বহাল রাখায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত এই কর্মকর্তাকে সিআইবি থেকে প্রত্যাহার এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে আরও লেখা হয়, কথিত ফ্যাসিস্ট শাসক দলের এমপি প্রার্থীদের ঋণ তথ্য পর্যবেক্ষণে শিথিলতা দেখানো এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মুন্স মুহাম্মদ ওয়াকিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে গভর্নরের সুনজরে আসেন। হয়ে উঠেন আরও অপ্রতিরোধ্য। সিআইবি রিপোর্টের মাধ্যমে এস আলম, নাসা ও বেক্সিমকো গ্রুপকে বহু সুবিধা দিয়েছেন। ঋণ খেলাপী হওয়া সত্ত্বেও তাদের বিশেষ সুবিধা দেওয়ার রাস্তা তৈরি করে মুন্সী ওয়াকিদ নিজেও সুবিধাভোগী হন।

গত ২৩ বছর ধরে একই বিভাগে কর্মরত মুন্সী ওয়াকিদ। গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এলেও, মুন্সী ওয়াকিদ অজানা শক্তির জোরে সিআইবি বিভাগে বহাল রয়েছেন। যা দেশের অর্থনৈতিক ও কেন্দ্রীয় ব্যাংকের সুশাসনকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন ব্যাংকের কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসলে আমরা এটা তদন্ত করবো। তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে বাংলাদেশ ব্যাংক তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ, দেশের সমস্ত ঋণগ্রহীতার তথ্য সংরক্ষিত হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি)। এটি বাংলাদেশ ব্যাংকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। ঋণ তথ্যের গোয়েন্দা বিভাগও বলা হয় এটিকে। যেখানে দেশের সমস্ত ঋণগ্রহীতার তথ্য সংরক্ষিত হয়। ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই বিভাগ ভূমিকা রাখে। বিশেষ করে, খেলাপি গ্রাহকরা যেন নতুন ঋণ না পায়, সে জন্য যে কোনো ঋণ প্রদানের আগে ব্যাংকাররা সিআইবি রিপোর্ট পর্যালোচনা করেন। সিআইবি দেশের ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং নিয়োগের ক্লিয়ারেন্স প্রদান করে।

এছাড়া, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি (আইডিআরএ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতীয় নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীদের নমিনেশনের ক্লিয়ারেন্স এই বিভাগ থেকেই দেওয়া হয়।

এছাড়াও, ডিজিএফআই, এনএসআই, এসবি, পিবিআই ও ডিবি-এর মতো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যে বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সিআইবি থেকে সংগ্রহ করে। এই ক্লিয়ারেন্সের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়, কোনো ব্যক্তি ব্যাংকের চেয়ারম্যান, এমডি বা পরিচালক হতে পারবেন কিনা, সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, বা বিডা থেকে বিনিয়োগ পেতে পারবেন কিনা।

এম জি

শেয়ার