বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) আওতাধীন ঢাকা কলেজ প্লাটুনের সাবেক ক্যাডেটদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) ঢাকা কলেজ প্লাটুন বিএনসিসি এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে দুই শতাধিক প্রাক্তন ছাত্র-ক্যাডেট অংশগ্রহণ করেন।
কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে অনুপ্রেরণামূলক এবং ঢাকা কলেজ প্লাটুনের গর্বের কথা তুলে ধরেন অধ্যক্ষ।
বিএইচ