ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার নেতা কর্মীরা। সাক্ষাৎকালে তারা অধ্যক্ষের কাছে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবি পেশ করেন।
রোববার (৫ জানুয়ারি) বেলা ১ টার সময় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার দাবিসমূহ :
১. শুধুমাত্র নিয়মিত ছাত্ররাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে পারবে।
২. দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
৩. পর্যাপ্ত শ্রেণী কক্ষ ও নিয়মিত ক্লাসে পাঠ দান নিশ্চিত করতে হবে।
৪. ক্যাম্পাসে বহিরাগত নারী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৫. ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. মূল ফটকে গাড়ি পার্কিং ও ফুটপাত দখল মুক্ত করতে হবে।
৭. ছাত্রাবাস গুলো সংস্কার করে বসবাস উপযোগী ও খাবারের মান অক্ষুন্ন রাখতে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নিয়মিত মনিটরিং করতে হবে।
৮. ক্যাম্পাসের অভ্যন্তরে সেলুন, ঔষধের ফার্মেসী ও ফটোকপি দোকানের ব্যাবস্থা করতে হবে।
৯. হল পাড়ায় সাইকেল রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা দ্রুত করতে হবে।
১০. রিডিং রুমে পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে।
১১. ক্যাম্পাসের ওয়াশরুম গুলো মানসম্মত করতে হবে।
১২. মসজিদের চলমান কমিটি ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে মসজিদের উন্নয়ন, ধর্মীয় সংস্কৃতির চর্চা ও ইসলামিক লাইব্রেরী স্থাপন করতে হবে।
১৩. শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফর এবং অন্যান্য খেলাধুলা,আচার-অনুষ্ঠান , সভা -সেমিনার সহ শিক্ষার্থীবান্ধব কাজে সহযোগিতা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ইমরান হোসাইন নূর।
আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
বিএইচ