Top
সর্বশেষ

উলিপুরে চলছে জমির টপ সয়েল কাটার মহোৎসব

০৭ জানুয়ারি, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
উলিপুরে চলছে জমির টপ সয়েল কাটার মহোৎসব
উলিপুর-চিলমারী প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন ফসলি জমির উপরের গুরুত্বপূর্ণ উর্বর অংশ (টপ সয়েল) কাটার মহোৎসব চলছে। এসব জমির টপ সয়েল কেটে নির্বিঘ্নে ট্রাকযোগে নেওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়।

ইটভাটার মালিকরা টাকার লোভ দেখিয়ে কৃষকদের কাছ থেকে কিনে নেয় কৃষি জমির মাটি। ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। ফসল উৎপাদন কমে যাচ্ছে। এতে ৩-৪ বছর এ জমিতে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আশঙ্কা বেড়ে যাচ্ছে। এবং অতিরিক্ত ট্রাক চলাচলেও নষ্ট হচ্ছে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট।

প্রতি বছর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন মাঠের কৃষি জমির উর্বর অংশ (টপ সয়েল) বিক্রি শুরু হয়।

সরেজমিন উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত এম আর বি ব্রিকস, এম এন বি ব্রিকস, এম এস বি ব্রিকস সহ বেশ কয়েকটি ইট ভাটায় গেলে ট্রাকযোগে বিভিন্ন ফসলি জমির মাঠ থেকে টপ সয়েল এনে ইট ভাটায় মজুদ করে রাখতে দেখা যায়।

এম আর বি ব্রিকস ইটভাটার মালিক ফাহিম মিদুল বলেন, জমির টপ সয়েল কেটে আনার কোন নিয়ম নাই। সবাই আনতেছে আমিও আনতেছি। আপনার আরো কিছু জানার থাকলে এসিল্যান্ড স্যারের কাছে জেনে নেন ওনিই সব বলতে পারবেন।

এম এন বি ব্রিকস ইটভাটার ম্যানেজার আলক কুমার বলেন, আইন অনুযায়ী কোন ইটভাটায় চলতে পারবে না। বৈধ অবৈধ সব মিলেই চলা লাগবে। পরিবেশের ক্ষতি হলেও মানুষের তো উপকার হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন বলেন, জমির উপরিভাগের উর্বর টপসয়েল একবার নষ্ট করলে সেই টপসয়েল তৈরি হতে কমপক্ষে ১০০ বছর সময় লাগে। টপসয়েল কেটে নেয়াতে জমি তার উর্বরতা হারিয়ে ফেলে ফলে ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, উলিপুরে যে ইটভাটা গুলো আছে অধিকাংশ ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। ছাড়পত্র থাকলেও ফসলি জমির টপসয়েল কেটে আনার কোন নিয়ম নেই। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এসব বন্ধে অভিযান পরিচালনা করা হবে।

ভারপ্রাপ্ত উলিপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহামুদুর রহমান বলেন,জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নিয়ে যাওয়া সম্পূর্ণ অবৈধ। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে খুব শীঘ্রই এগুলো বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার