Top

শিক্ষার আলোয় ১৪ বছরের সাফল্যগাঁথা: আলমদিনা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল

৩১ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
শিক্ষার আলোয় ১৪ বছরের সাফল্যগাঁথা: আলমদিনা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল
বাগেরহাট প্রতিনিধি :

শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আলমদিনা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল সেই মেরুদণ্ডকে শক্তিশালী করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার আলোয় আলোকিত ১৪ বছরের যাত্রা শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি। আর এই শিক্ষা যখন নৈতিকতার সাথে মিলে যায়, তখন সেটি একটি নতুন প্রজন্ম গড়ে তোলে। আলমদিনা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কোচিং সেন্টার এমনই একটি প্রতিষ্ঠান, যা গত ১৪ বছর ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাফল্যের গল্প তুলে ধরা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব থেকেই অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি ছিলেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সারোয়ার হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন ছিলেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জেলা বি এন পির সদস্য আহবায়ক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম তারিক, খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মো. কবির,

প্রধান শিক্ষিকা জেসমিনারা আক্তার রোজী, সহকারী শিক্ষীকা গোলসানা বেগম, নাজমা খাতুন, রোজিনা বেগম, আয়েশা বেগজন, দীপা মন্ডল, লুবনা খাতুন, তালুকদার নেয়ামতসহ অত্র বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সহ অনেকে

প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আলমদিনা আদর্শ কিন্ডারগার্টেন এই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিচ্ছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে। আমি বিশ্বাস করি, এই স্কুল আরও অনেক দূর এগিয়ে যাবে এবং জাতি গঠনে বড় ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, এই বিদ্যালয়ের সাফল্যের ১৪ বছরের যাত্রা অত্যন্ত প্রশংসনীয়। একজন শিক্ষার্থীর জীবনে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তার বাস্তব উদাহরণ হলো এই স্কুল। আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সবসময় পাশে থাকব।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা জেসমিনারা আক্তার রোজী তার বক্তব্যে বিদ্যালয়ের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে মাত্র ২৫ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করি। বর্তমানে ১৭০ জন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছে। তবে অর্থনৈতিক সংকট আমাদের বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে আসায় তারা সঠিকভাবে বেতন দিতে পারে না। তারপরও আমি চাই শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে। এজন্য খেলার মাঠ, ২ তলা স্কুল ভবন, কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন রয়েছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

২০০৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান গত ১৪ বছরে ১২১৩ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করেছে। তাদের মধ্যে ১৫০ জন অসাধারণ ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ৪ জন সরকারি বৃত্তি পেয়েছে। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে। আলমদিনা আদর্শ কিন্ডারগার্টেন তার সাফল্যের গল্প দিয়ে শুধু একটি স্কুল নয়, বরং একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বলেন, আপনারা যে সহযোগিতা করেছেন, সেটি অব্যাহত থাকলে এই বিদ্যালয় আগামী প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

এম জি

শেয়ার