শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৬৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৫ জানুয়ারী)ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভারত সীমান্তঘেঁষা আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওই চোরাকারবারীকে আটক করে পুলিশ।
ওয়াসিম উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে মাদক আমদানীর গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই মো. বিল্লাল হোসেন ও এসআই মো. নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক রেখে সংঘবদ্ধ চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ৬৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ পুলিশের হাতে আটক হয় ওয়াসিম।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে আটকের পর ৫ জানুয়ারি রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বিএইচ