Top
সর্বশেষ

বারুইপাড়ায় ‘ব্লাডডোনার্স ২.০’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

০৬ জানুয়ারি, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
বারুইপাড়ায় ‘ব্লাডডোনার্স ২.০’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছাত্রছাত্রী চেতনা সংঘ ব্লাডডোনার্স ২.০’।

সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে ইউনিয়নের নবাব সিরাজদ্দৌলা কলেজ প্রাঙ্গণে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়। সংগঠনটি কুষ্টিয়া ব্লাডডোনার্স ২.০ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন বাস্তবায়ন করে।

একদিনের এ কর্মসূচিতে আড়াই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘ এর ভারপাপ্ত সভাপতি অর্পণ মাহমুদ রনির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সুমন চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাব সিরাজ উদ্দৌলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের প্যাথলজিস্ট প্যাথলজিস্ট মোঃ মহিউদ্দিন ইসলাম, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর ভারপাপ্ত সভাপতি মোঃ রিফাত ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হিরোক খান ও এডমিন সামিউর, তাসিন,মুগ্ধ,রুবিনা,চাদনি, বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘ এর সদস্য মোঃ নাইম আজিম, সবুজ, জিহাদ, শিপুল,আশিক, সুলতান, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা এর সভাপতি মোঃ সাদিক হাসান রহিদ, সুপ্তহাসি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ রিদুল ইসলামসহ কলেজ এর শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর ভারপাপ্ত সভাপতি মোঃ রিফাত ইসলাম বলেন, অনেক সময় জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ দরকার হয়। তাই আজকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। যাতে করে মানুষের একটু হলেও উপকার হয়। এতে সাড়াও মিলেছে বেশ।

রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা রফিক ইসলাম বলেন, এলাকায় এমন রক্ত পরীক্ষা করছে জেনেই ছুটে এসেছি। এখানে বিনামূল্য রক্তের গ্রুপ করছে জেনে আমিও রক্তের গ্রুপ পরীক্ষা করে নিলাম।

বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘ এর ভারপাপ্ত সভাপতি অর্পণ মাহমুদ জানান, রক্তদানের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। তরুণ প্রজন্ম দ্বারা এখন মানুষ সচেতন তাই এই উদ্যোগ হাতে নিয়েছেন তারা। সকল সাধারণ মানুষ এবং সকল তরুণদের মাঝে সচেতনতার বৃদ্ধি লক্ষে এবং স্বেচ্ছায় অসহায় মুমূর্ষ রোগিকে যাতে নিজের ব্লাড গ্রুপ জেনে ব্লাড ডোনেট করতে পারে তাই এই উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত সংগঠনের ২৪ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিএইচ

শেয়ার