Top

বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের ২০ বছর

১০ জানুয়ারি, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের ২০ বছর
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম টেস্টে জয়টি পেয়েছিল দুই দশক আগে। ২০০৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক সেই জয়ের আজ বৃহস্পতিবার ২০ বছর পূরণ হয়েছে।

সে সিরিজটা শুরুর আগেই কে যেন মনের গহীনে বুনে দিয়েছিল, এই সিরিজে কিছু একটা হলেও হতে পারে। সেটা একজন নয়, বহু জনের মনে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার চার বছর পর বাংলাদেশের প্রথম জয়টা পেয়েছিল বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রের কল্যাণে। ৪৫ রানে ছয় উইকেট নিয়ে দলের প্রথম জয়ে বড়সড় অবদান রেখেছিলেন তিনি।

এই জয়ে এনামুল ছাড়ার অবদান রেখেছিলেন বেশ কয়েকজন তারকা। প্রথম ইনিংসে অধিনায়ক হাবিবুল বাশারের ৯৪ রান, রাজিন সালেহর ৮৯ রান, মোহাম্মদ রফিকের ৬৯ এবং পাঁচ উইকেট বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দেয় ১৭৬ রানের। এদের সকলেই এখন কোচ হিসেবে পরিচিত।

দ্বিতীয় ইনিংসে বাশার আরেকটি হাফ সেঞ্চুরি (৫৫) করেন। এতে ৩৮৮ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৫৪ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র। এ ছাড়াও মাশরাফী বিন মোর্ত্তজা ও তাপস দুটি করে উইকেট শিকার করেন।

বিএইচ

শেয়ার