ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪৪ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৮ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা রবি অজিয়াটার ৯ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৪ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশরনের ৮ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা, খান বাদ্রার্সের ৮ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা, ওয়াইম্যাক্সের ৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কপোর্রেশনের ৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৬৬ লাখ টাকা ও রিয়ালাইন্স মিউচুয়্যাল ফান্ডের ৬ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস