Top
সর্বশেষ

অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন চলছে

১৪ জানুয়ারি, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন চলছে

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকদের (এসআই) আমরণ অনশন অব্যাহত আছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে গিয়ে দেখা গেছে, চট বিছিয়ে বসে আছেন ২৫ জনের মতো অব্যাহতিপ্রাপ্ত এসআই। কেউ কেউ প্ল্যাকার্ড বিছিয়ে বসে আছেন। নারীরাও রয়েছেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা। তার অব্যাহতিপ্রাপ্ত উপ-পরিদর্শকরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এরপর তাদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কর্মকর্তারা তাদের দাবি পূরণে কোনো আশ্বাস দেননি। তাই বিকেল থেকে আমরণ অনশনে বসেন তারা। সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকের সড়কে অনশনে বসেছেন তারা।

অব্যাহতি পাওয়া এসআইরা জানিয়েছেন, ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।‌ কিন্তু ১২ জানুয়ারি পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা দেখতে পাননি। সেজন্য তারা সোমবার ফের অবস্থান কর্মসূচি পালনে এসেছিলেন। এরপর ফলপ্রসূ আলোচনা না হওয়ায় শুরু করেন অনশন কর্মসূচি।

এম জি

শেয়ার