Top
সর্বশেষ

অশ্লীলতা, বেহায়াপনাসহ কুসংস্কারে ছেয়ে গেছে সমাজ: ছারছীনার পীর

১৪ জানুয়ারি, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
অশ্লীলতা, বেহায়াপনাসহ কুসংস্কারে ছেয়ে গেছে সমাজ: ছারছীনার পীর

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি শা আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, আমরা সবাই মুসলমান। আমাদের দেশের প্রায় ৯৫% লোকই মুসলমান। অথচ সমাজের দিকে লক্ষ্য করলে প্রতীয়মান হয় আমরা অনৈসলামিক কোন রাজ্যে বসবাস করছি। গোটা সমাজ আজ অশ্লীলতা, বেহায়াপনাসহ আরও বিভিন্ন ধরণের কুসংস্কারে ছেয়ে গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে নেক আমলের বড়ই অভাব।

সোমবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন সুবিদখালি দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শা হ্সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

তিনি বলেন, নিজে আমলের ধার ধরে না এবং পরিবারকে ও অন্যদেরকে আমলের দিকে উৎসাহিত করে না। আবার সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থাৎ বিদ্বেষ ছড়ায়, তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা

এম জি

শেয়ার