Top
সর্বশেষ

চরফ্যাশনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৪ জানুয়ারি, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
চরফ্যাশনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান।

এছাড়াও উপজেলা একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রজেক্ট সমূহ ,বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতার পরিদর্শন করেন।

মাধ্যমিক পর্যায়ে প্রজেক্টে প্রথম স্থান অধিকার করে, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান চরফ্যাশন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান প্রজ্জ্বলন বিজ্ঞান সংঘ। কলেজ পর্যায়ে প্রথম চরফ্যাশন সরকারি কলেজ, দ্বিতীয় দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজ, তৃতীয় ফাতেমা মতিন মহিলা কলেজ।

বিজ্ঞান কুইজ পর্যায়ে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও চরফ্যাসন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয়।

কলেজ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার প্রাপ্তরা হলেন, নাঈম, সমাপ্তি, বর্ষা, শাকিব, মারজিয়া। মাধ্যমিক পর্যায়ে ইফাত, নাজমুল সাকিব ফাহমিদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এম জি

শেয়ার