Top
সর্বশেষ

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৪ জানুয়ারি, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ইবি প্রতিনিধি :

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এ সময় শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তারা। পরে বটতলা ডায়না চত্বরসহ বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচারের অঙ্গীকারসহ ৭ দফা দাবি ঘোষনাপত্রে অন্তর্ভুক্তির জোর দাবি করেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবীর সৌরভ ও তানভীর মন্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সমন্বয়ক এস এম সুইট বলেন, একটা বিপ্লব হওয়ার পরে প্রায় ৬ মাস হয়ে গেলো কিন্তু এখনো আমরা একটা ঘোষণাপত্র পাইনি। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে ঘোষণাপত্র জারির আল্টিমেটাম দিয়েছিলাম যেন জন-আকাঙ্খা পূর্ণ হয়। সেই জায়গা থেকে ঘোষণাপত্রের পক্ষে জনসচেতনতা তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাইরেও লিফলেট বিতরণ করা হবে বলে জানান তিনি।

এম জি

শেয়ার