গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের আইন আছে কিন্তু সেই আইন রাজনৈতিক সরকারগুলো না মানায় বর্তমান গণমাধ্যমের দৈন্যদশা সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা না থাকলে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ কখনোই গণমাধ্যমে উঠে আসবে না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের বেতন ভাতা নিশ্চিতের বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। পত্রিকার সার্কুলেশন, ডিএফপি ও বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা কে ঢেলে সাজানো প্রয়োজন। গণমাধ্যমকে টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সৎ সাংবাদিকতা ও সকল মতের প্রতিফলন থাকতে হবে তাহলেই গণমাধ্যম সর্বজনীন ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। এজন্য সংবাদ কর্মীদের ঐক্যের প্রয়োজন।
আগামীতে স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যমের জন্য কমিশনের সুপারিশ অন্তবর্তীকালীন ও পরবর্তীতে নির্বাচিত সরকার গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএইচ