Top

মতলব উত্তরে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৫ জানুয়ারি, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
মতলব উত্তরে বিজ্ঞান মেলার উদ্বোধন
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রযুক্তি মেলা।

বুধবার (১৫ জানুয়ারি) ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন মতলব উত্তর  উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু সাইদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহাজাহান মিয়া প্রমূখ।,

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় ২২টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এনজে

শেয়ার