সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ২ লাখ ১৩ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমান কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১০ বারে ২ লাখ ৬৬ হাজার ৮০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৬১ বারে ৫০ লাখ ৭২ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৮১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জুট স্পিনার্সের ৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.১২ শতাংশ, এফবিএলআইএফের ২.১৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.১৭ শতাংশ ও ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.০৮ শতাংশ কমেছে।